বাংলাদেশের লোককথা প্রায় হারিয়ে গিয়েছে বললেই চলে। আকাশ সংস্কৃতির সাথে সাথে হারিয়ে যাচ্ছে আমাদের দাদা-দাদীদের কাছে থেকে শোনা নানা রকম লোককাহিনী। দুদিন আগেও ভাবিনি, আমার মনের মধ্যে লোক কাহিনী সংগ্রহের ইচ্ছা জাগবে।ইন্টারনেট ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম অনেক দেশের লোক কাহিনী আর রূপকথার গল্প। ভাবতেই অবাক লাগছিল যে এক এক করে এখন আমার কাছে পৃথিবীর সব অঞ্চলের লোক কাহিনী সংগ্রহ আছে। যদিও এখনও বিয়ে করিনি তবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখলাম যাতে সন্তান গল্প শুনতে চাইলে তাকে গল্প শোনাতে পারি। আমি মনে করি শিশু মনের বিকাশ এই রূপকথা আর লোক কাহিনী শুনেই হয়। কেননা লোক কাহিনী গুলো মনের মধ্যে যে স্বপ্ন তৈরী করতে পারে তা আকাশ সংস্কৃতি তৈরী করতে পারে বলে আমার মনে হয় না।অনেক খুজেও বাংলাদেশের লোককাহিনী মধ্যে ঠাকুরমার ঝুলি ছাড়া আর কোন লোক কাহিনী খুজে পাচ্ছিলাম না অবশেষে অনেক খোজাখুজির পর কলকাতার পাবলিক লাইব্রেরীর ওয়েসাইট থেকে পেলাম একটি লোক কথার বই। সব মিলিয়ে প্রায় ১৫০টি বাংলাদেশের লোককাহিনী সংগ্রহ হলো। আমার পক্ষে এটাই যথেষ্ট তাছাড়া বিদেশী লোকাহিনী মিলিয়ে প্রায় ১০০০এর মতো লোককাহিনী ও রূপকথা এই লিষ্টে স্থান পাবে। আমার মনে হয় এটা আপনাদের জন্যও যথেষ্ট। তাহলে কি আর করা, চলুন হারিয়ে যাই রূপকথার অচিন দেশে কিংবা গ্রামের সবৃজ ঘাসের মধ্যে।
ঠাকুরমার ঝুলি
কলাবতী রাজকন্যাঘুমন্ত পুরী
কাঁকনমালা, কাঞ্চনমালা
সাত ভাই চম্পা
শীত বসন্ত
কিরণমালা
রুপতরাসী
নীলকমল আর লালকমল
ডালিম কুমার
পাতাল- কন্যা মণিমালা
সোনার কাটি রূপার কাটি
চ্যাং ব্যাং
শিয়াল পন্ডিত
সুখু দুখু
ব্রাহ্মণ, ব্রাহ্মণী
দের আঙ্গুলেে
আম সন্দেশ
ফুরাল
রূশ দেশের রূপকথা
ব্যাঙ রাজকামারীকুড়ুলের জাউ
সিভ্কা-বুর্কা
চাষীর ছেলে ইভান আর আজব দানব
কাজীর বিচার
মটর গড়গড়ি
ন্যায় অন্যায়
নেকড়ে কুকুর আর বেড়াল
মোহন বাঁশি
শেয়াল নেউল গর্তে থাকে কেন
ভাসিলের নাগ বিজয়
পিলিপকা খোকন
বুড়ো শীত আর জোয়ান শীত
মনিব হল ঘোড়া
যার যা পাওনা
হিইসির যাঁতা
ছেলেদের পৈতিক ধন লাভ
বুদ্ধিমতী জার্নিয়ার
নিষ্কর্মা শেইদুল্লা
রাজা আর তাঁতী
আনাইৎ
হরিণপুত্র ও সুন্দরী এলেনার কাহিনী
সিংহ আর শশক
ভালুকের শিক্ষাদান
সোনার গুটি আলতিন সাকা
তীরন্দাজ ও জার্কিন খাঁ
মণির পাহাড়
লোভী কাজী
বিচক্ষণ ভাই
বে বড়ো?
আলাদর কোসে আর শিগাই বাই
বরোলদই মার্গেন আর তার বীর পুত্র
ঘাস কন্যা
সোনার পেয়ালা
পবন দেব
কণ্যা ও চন্দ্র কলা
ইউক্রাইনিও উপকথা
বুলবুলিপালক পিতা
সেরকো
গ্রিম ভাইদের রূপকথা
হাঁস চরানো মেয়েতরুণ দৈত্য
বোলতার ভূত
আনন্দভায়া
মেরি-শিশু
প্রভুভক্ত জন
কাঁপতে শেখা
শেয়াল ও বেড়াল
জলের বূত
ধূর্ত গ্রেথেল
লাভের কেনাবেচা
ধর্মবাবা
বেহালা-বাজিয়ের গল্প
মিস ট্রেড
মৃত্যুর ধর্মছেলে
বারো ভাইদের গল্প
টুকিটাকি পাখি
ছোট্ট ভাই আর ছোট্ট বোন
ব্যাঙ রাজা
র্যামপিয়ন
বাদাম গাছ
বনের তিনটি ছোট্ট মানুষ
সাদা সাপ
বুড়ো সুলতান
তিন চড়কা-বুড়ি
জাদুর থলি, টুপি আর শিঙা
ফ্রেডি আর ক্যাথারিন লিজ
খড়,মটারশুটি আর কয়লা
দু্ই ভাই
নেকড়ে আর সাত ছাগলছানা
নাতি আর ঠাকুরদা
ডাক্তার সবজান্তা
চাষীর চালাক মেয়ে
হিলডারব্রান্ড
মিস্টার বাসকার্ট
হানসেল আর গ্রেথেল
তুষার কণা আর সাত বামন
সাপের তিনটি পাতা
কুকুর আর চড়ুই
ভালোবাসার জয়
সাহসী ক্ষুদে দর্জি
মৌমাছিদের রানী
তিনটি পালক
গরিব ক্ষুদে চাষী
সোনার হাঁস
সিনডারেলা
হোললে ঠাকরুন
সোনার পাখি
সাতটা দাঁড়কাক
খরগোশের বউ
বারোজন শিকারী
ঘুণপোকা আর নীলমাছি
বোড়াল আর ইদুরের সংসার
বাজিকর আর তার ওস্তাদ
গান গাওয়া হাড়
জাঁতাওয়ালার মেয়ে
জেলে আর তার বউ
ব্রেমেন শহরের গায়ক দল
চালাক হান্স্
ছোট লাল-টুপি
ছজনের কেরামতি
মানুষ আর নেকড়ে
তিনটে জাদুময় উপহার
জোরিন্ডে আর জোরিংগেল
শেয়াল-গিন্নির বিয়ে
তিনটি ভাষা
হাত কাটা মেয়ে
বুড়ো আংলা টমের অ্যাডভেঞ্চার
তিনগাছা সোনার চুল
চুড়ি করা পয়সা
কনে পছন্দ
উড়নচন্ডী মেয়ে
বাঁদুরে কাহিনী
ভিট্মার্থ এর কাহিনী
ত্রিপুরা উপজাতির উপকথা
দুইবোন ও নোয়াই পাখিবানর বউ
গন্ধবিহীন স্বর্গীয় ফুল অর্কিড
সাদা হাতি ও বাদুড়ের গল্প
বৃদ্ধা ও গোসাপ
ত্রিপুরার লোককথা
রক্তচোষা দেবতা
গ্রিম ভাইদের রূপকথা
বনের মধ্যে সেন্ট জোসেফযিশুর বারোজন শিষ্য
গোলাপ ফুল
গরিব আর নম্র মানুষরাই
স্বর্গে প্রবেশ করে
নিষ্ঠুর বোন
তিনটে সবুজ ডাল
সাদুমার গেলাস
একটি বুড়ির কাহিনী
স্বর্গের ভোজ
বুড়ি ভিখিরি
হেজেল-ঝোপ
ধাঁধা
ঘুমন্ত রাজকন্যা
বাসনমাজা ঝি
চালাক এলসি
ভাগ্যমান তিন ছেলে
স্বর্গে দজি
জুয়ারি হান্স্
থ্রাশ-চঞ্চু রাজা
ছটি রাজহাঁস
কুড়িয়ে পাওয়া পাখি
সাদা-গোলাপ আর লাল গোলাপ
লোহার হান্স্
চড়ুই আর তার চার ছানা
নাচিয়ে গাইয়ে ভরতপাখি
পৃথিবীর বামন
দাঁড়কাক
নীল বাতি
তিন পাখি
জীবন জল
সাদা আর কালো পাখি
ছোট্ট গাধা
ছয় ভৃত্য
শালগম
বারোজন কুঁড়ে
শজারু হান্স্
ডাকাত বড়
কুঁড়ে হেইন্জ্
ভালুক চামড়া পরা লোক
দুই ভবঘুরে
কাঁটা ঝোপের সুদখোর
বেড়াল-ছানা আর
জাঁতাওয়ালার চাকর
কাঁচের কফিন
ঝোপ-রাজা
মাষ্টার ফ্রিয়েম
স্যাল্যাড গাধা
সাহসী রাজপুত্র
স্বর্গে চাষী
ভাগ্যমান জ্যাক
বনের বাড়ি
কুয়োপাড়ের হাঁস চড়ানো মেয়ে
জোয়ার হান্স্
গ্রেইফ পাখি
দক্ষ শিকারী
পুকুরের পেতনী
আসল কনে
সীল-মাছ
সর্দার চোর
শেয়াল আর ঘোড়া
নাচের জুতোয় ফুটো
বুলবুলি আর ভালুক
আফ্রিকার উপকথা
ভগবানের পৃথিবী ত্যাগএ তো আমাদেরই মেয়ে
অতি বুদ্ধির গলায় দড়ি
যেমন কর্ম তেমন ফল
মাত্র এক ছড়া ভুট্টা
গাইয়ে পিপে
কী বাহাদুর মানুষ!
গ্রিম ভাইদের রূপকথা
কবরের ঢিবিশজারু আর খরগোশ
ঢাকী
মেড ম্যালিন
সৈনিক আর শিকারী
শুঁটকি লিয়েজ
ভালোমন্দ যাই ঘটুক না কেন
সোল্ মাছ
মাঝামাঝিই ভালো
প্যাঁচা
চাঁদ
জীবনের দৈর্ঘ্য
মৃত্যুর দূত
ঈভের নানা ধরনের সন্তান
বড়ো লোক আর গুরিব লোক
ক্ষুদে মানুষদের উপহার
দৈত্য আর দজি
পেরেক
কবরে গরিব ছেলে
টাকু,মাকু আর ছুঁচ
ওল্ড রিংকর্যাংক
চাষী আর শয়তান
রুটির টুকরো
ফসলের শীষ
স্ফটিকের বল
সোনার চাবি
নেকড়ে আর শিয়াল
হান্সের বিয়ে
হাঁসের দল আর শেয়াল
মিষ্টি স্যূপ
কয়েকটি ব্যাঙের গল্প
সাদা চাদর
শস্য-মাড়াই কল
চালাক ছোট্ট দজি
পাপের সাজা
একগুঁয়ে মেয়ে
সোনার ছেলে
রাজপুত্তুর আর রাজকন্যে
তিন জাদুকর
সাত বীরপুরুষ
তিন শিক্ষানবিস
বনের বুড়ি
তিনভাই
বুড়ো-আঙলা
হাড়-হাবাতের দল
লোহার উনুন
ইঁদুর,পাখি আর সসেজ
কুঁড়ে চরকা মেয়ে
দক্ষ চার ভাই
দুই ফাদিনান্দ
তিন কালো রাজকন্যে
নোইস্ট্ আর তার তিন ছেলে
ব্রাকাল শহরের কুমারী মেয়ে
মিলের কথাবার্তা
ভেড়ার ছানা আর ক্ষুদে মাছ
সীসেইম্-দ্বার খোলো
রাজকন্যে আর মটরদানা
অকৃতজ্ঞ ছেলে
তিনটি কুঁড়ে ছেলে
বয়েস কমানো
ঈশ্বর আর শয়তানের জন্তু জানোয়ার
মোরগ আর কড়িকাঠ
বুড়ি ভিখারি
ছোট্টো রাখাল ছেলে
তারার টাকা
গল্পের ধাঁধা
চালাক চাকর
এক চোখো,দু-চোখো,তিন-চোখো
সুন্দরী কাত্রীনেল্জ আর পিফ-পাফ-পোলত্রি